দর্পন ডেস্ক : সোমবার বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৮২ জন নির্বাচন কমিশনে আপিল করেছেন।

আপিল আবেদন করা প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন- সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এস.এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, গোলাম মাওলা রনি (পটুয়াখালী-৩), মো. মেজর (অব.) আখতারুজ্জামান (কিশোরগঞ্জ-২), আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম (বগুড়া-৪), ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, চাপাইনবাবগঞ্জ-১ থেকে নবাব মোহাম্মদ শামছুল হুদা ও বগুড়া-৭ থেকে খোরশেদ মিলটন।

২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। সারাদেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সোমবার কোনো আপিল আবেদন করা হয়নি।

গোলাম মাওলা রনি বলেন, সামান্য ভুলের কারণে বাতিল হয়েছে। এটা বাতিলের মতো ভুল ছিল না। কমিশনের প্রতি আস্থা আছে। আশা করি, আমি নির্বাচন করার সুযোগ পাবো।

হিরো আলম বলেন, আশা করি নির্বাচন কমিশনে ন্যায়বিচার পাব। অন্যথায় আমি আদালতে যাব। রাজারা চায় না প্রজারা রাজা হোক। জিরো থেকে হিরো হয়েছি। ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।