মিজানুর রহমান, হরিপুর (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁও-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়নপ্রাপ্ত ৬ বারের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের পর থেকে তিনি দুটি উপজেলার ১৬টি ইউনিয়নের পাড়া-মহল্লায় গণসংযোগের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার করছেন। সুজন বলছেন, ‘আবার ও আ.লীগ ক্ষমতায় আসতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন দারুণভাবে ব্যাহত হবে। তাই নৌকা প্রতীককে জয়যুক্ত করার জন্য তিনি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।’

গতকাল দিনব্যাপী সুজন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া, হরিপুর, আমগাঁও, বকুয়া, গেদুড়া, ধর্মগড়সহ বেশ ক’টি ইউনিয়নের জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসবকলীগ সভাপতি মো. মোমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আ. সাত্তার বাবু, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মামুন, তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্টমোহন, সাধারণ সম্পাদক সুজন ঘোষসহ উপজেলা আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।