দর্পণ ডেস্ক : শীঘ্রই চীনা ল্যান্ডার ‘শাঙ্গে-৪’-এ করে মহাকাশে যাবেন গবেষকেরা এর সঙ্গে যাবে একটি রোভারও। কিন্তু এবার গবেষকরা যাবেন চাঁদের উল্টো পাশে যেখানে সবসময় আধার ঘিরে থাকে। সেখানের মাটি, বরফের পুরু স্তর ইত্যাদি সম্পর্কে জানতেই এই অভিযান।

চাঁদের যে দিকটি আমরা দেখতে পাই না, সেদিকের একটি কক্ষপথে ঘুরছে একটি চীনা উপগ্রহ। যার নাম- ‘শেকিয়াও’। উপগ্রহটির নাম রাখা হয়েছে চীনা দেবী ‘শেকিয়াও’র নামে। কক্ষপথ থেকে এই উপগ্রহই নজর রাখবে ‘শাঙ্গে-৪’র ওপর।

উপগ্রহটি চীনের ‘ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’র (সিএনএসএ) গ্রাউন্ড স্টেশন আর ‘শাঙ্গে-৪’র মধ্যে বার্তা বিনিময় করবে।