দর্পণ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২ হাজার ২৭৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম অাসাদুজ্জামান এ তথ্য জানান।
২৬৫টি আসনে এক বা একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ৩৫টি আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
যেসব আসনে ৬টির বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে-
ঢাকা-১৭ আসনে ২৭টির মধ্যে ১১টি বাতিল; ফরিদপুর-৪ আসনে ১৪টির মধ্যে ১০টি মনোনয়নপত্র বাতিল; ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৭টির মধ্যে ১১টি বাতিল; ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১৬টির মধ্যে ১০টি বাতিল; কুমিল্লা-৩ আসনে ২৭টির মধ্যে ১০টি বাতিল; বগুড়া-৭ আসনে ১৪টির মধ্যে ৭টি বাতিল; রাজশাহী-১ আসনে ১২টি মধ্যে ৮টি বাতিল; যশোর-২ আসনে ১৫টির মধ্যে ৭টি বাতিল; ময়মনসিংহ-৩ আসনে ১৭টির মধ্যে ১০টি বাতিল; কিশোরগঞ্জ-২ আসনে ১০টির মধ্যে ৭টি বাতিল; ঢাকা-৮ আসনে ২২টির মধ্যে ৭টি বাতিল।
যে ৩৫টি আসনে মনোনয়নপত্র বাতিল হয়নি-
ঠাকুরগাঁও-২; দিনাজপুর-৫; জয়পুরহাট-২; চাঁপাইনবাবগঞ্জ-৩; নওগাঁ-২; নাটোর-৩; পাবনা-২ ও ৪; কুষ্টিয়া-৩; বাগেরহাট-৩; খুলনা-১, ৩, ৪, ৫; সাতক্ষীরা-৩; পটুয়াখালী-৪; ভোলা-৩; বরিশাল-৪ ও ৫; পিরোজপুর-২; টাঙ্গাইল-২ ও ৫; জামালপুর-২; নেত্রকোনা-৩; ঢাকা-১২ ও ১৩; নরসিংদী-৪; গোপালগঞ্জ-২; মৌলভীবাজার-৪; কুমিল্লা-৭; চাঁদপুর-৩; ফেনী-২; নোয়াখালী-৫; লক্ষ্মীপুর-৩ ও কক্সবাজার-১।