মো. শাহাগির মৃধা, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : শনিবার সরাইল নির্বাচনী এলাকায় ঢুকতেই পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইঁয়া। তিনি শনিবার নির্বাচনী এলাকা সরাইল উপজেলা সদরে প্রচারণা চালানোর কথা ছিল।

এদিকে মহাজোট প্রার্থী রেজাউল ইসলামকে নির্বাচনী মাঠে প্রতিরোধ করতে তারই শ্বশুর এই আসনের মহাজোটের বর্তমান এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার অনুসারী দলের কয়েকশত নেতা, কর্মী ও সমর্থকেরা শনিবার সকালে উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। বিকেল পর্যন্ত তারা সদরের বিভিন্ন সড়কে মহড়া দেন। এসময় এলাকায় পুলিশ মোতায়েন ছিল।

সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. এমদাদুল হক ছালেক বলেন, আজ সরাইলে রেজাউল ইসলাম ভূইঁয়া আসছে, এই খবরে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যতই চেস্টা করুক রেজাউল ইসলাম সরাইলে ঢুকতে পারবে না। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন রেজাউলকে প্রতিহত করতে।

এদিকে দুপুরের দিকে মহাজোট প্রার্থী রেজাউল ইসলাম ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় হাইওয়ে হোটেল ‘লাল শালুক’ এর সেমিনার কক্ষে পুলিশ প্রহরায় নেতা-কর্মীদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে তাড়াহুড়ো করে ফিরে যান।

সরাইল থানা পুলিশ জানায়, তিনি (রেজাউল) লাল শালুক হোটেলে মিটিং শেষে ফিরে গেছেন, সরাইল সদরে ঢুকেননি। তার আগমন উপলক্ষ্যে উপজেলা সদরে পুলিশ মোতায়েন ছিল।

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে রেজাউল ইসলাম ডিগবাজি দিয়ে তার শ্বশুর সাংসদ জিয়াউল হকের আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এ মহাজোটের মনোনয়ন বাগিয়ে নেন। এতে জিয়াউল হকের সমর্থকরা ফুঁসে উঠেছেন।