দর্পণ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের মেয়ের জামাই ও বাংলাদেশ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক প্রভাস দত্তকে (৫০) গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ৩/৪ জন কালো মুখোশধারী দুর্বৃত্ত প্রভাস দত্তের বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, ঘটনাস্থল থেকে এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

তবে কি কারণে প্রভাস চন্দ্রের ওপর এ হামলা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।