আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, তফসিলের পরও আমাদের নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে। মামলা-হামলা আর গ্রেফতার বন্ধ না হলে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।
তিনি বলেন, সরকারের নির্দেশে প্রহসনের নির্বাচনের উদ্যোগ নিচ্ছে কমিশন। যে কারণে জনমনে প্রশ্ন জেগেছে, শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, উনার কথার প্রতিক্রিয়া আমি দিতে চাই না কখনো। কারণ তার অধিকাংশ কথা অবান্তর।