দর্পণ ডেস্ক : যশোরে পাপ্পু হোসেন বাবু (১৮) নামে এক যুবককে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার শহরের বড়বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানে গেছে। বাবুকে রক্ষা করতে গিয়ে তার বড় ভাই দিপুও ছুরিকাহত হন।
নিহত পাপ্পু হোসেন বাবু শহরতলী শেখহাটি বাবলাতলা এলাকার জলিল উদ্দিনের ছেলে। যশোর শহরের বড়বাজারের মাছ বাজারের পাশে বাবুর মোবাইল ফোনের রিচার্জের দোকান রয়েছে। এই দোকানে টাকা বাকি রাখা নিয়ে খালধার রোড এলাকার অপুর সঙ্গে তার বিরোধ হয়।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অপু আরও তিন দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে বাবুর ওপর হামলা চালায়। তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে রক্ষা করতে তার বড় ভাই দিপু এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে দুই ভাইকে স্থানীয়রাউদ্ধার করে যশোর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।