দর্পণ ডেস্ক : বলিউড তারকা দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠান এখনো চলছে। সম্প্রতি তারা মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অংষ্ঠানের আয়োজন করেন। বিয়ের প্রায় সব অনুষ্ঠানে সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেছিলেন দীপিকা। কিন্তু মুম্বাইয়ে এসে সেই রীতিতে ব্যতিক্রম ঘটালেন। এদিন তিনি পরেছেন আবু জানি-সন্দ্বীপ খোশলার ডিজাইন করা পোশাক।
দীপিকার সঙ্গে মিলিয়ে একই রঙের পোশাক পরলেও রণবীর শেরয়ানিটি ছিল রোহিত বলের ডিজাইন করা।
গত নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে দুই রীতিতে বিয়ে সারেন দীপিকা ও রণবীর। গতকাল বুধবার মুম্বাইয়ের গ্রান্ড হায়াতে আয়োজিত সেই অনুষ্ঠানে দুই পরিবারের ঘণিষ্ঠরা এবং গণমাধ্যম কর্মীরা হাজির ছিলেন। এর আগে ২১ নভেম্বর ব্যাঙ্গালুরুতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মুম্বাইয়ে আসার পর রণবীরের বোন রীতিকা ভবানীও নবম্পতির জন্য একটি পার্টি দিয়েছিলেন। আগামী ১ ডিসেম্বর আরেকটি অনুষ্ঠান করা হবে যাতে হাজির থাকবেন বলিউড তারকারা।