দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা সৈকতের ইজি চেয়ারে বিশ্রামকালে পর্যটকের ছিনতাই হওয়া ডিএসএলআর ক্যামেরা, তিনটি মোবাইল সেট এবং দশ সহ¯্রাধিক টাকাসহ ব্যাগ বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে ছিনতাইকারী রাকিবুল ও আব্বাসকে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় এক কাউন্সিলরসহ পুলিশকে দায়ী করেছেন। বুধবার মহিপুর থানা পুলিশ মাছ ফ্রাইএর দোকানি আশিককে ইয়াবাসহ আটক করার পরের সন্ধ্যায় সৈকতের বেলাভূমে একদল পর্যটক অবস্থানকালে ইজি চেয়ারে রাখা উপরোক্ত মালামাল বোঝাই ব্যাগ নিয়ে সটকে পড়ে আশিকের ভাই রাকিবুল ও তার সহযোগী আব্বাস। পশ্চিম কুয়াকাটা গ্রামের খলিল গাজীর ছেলে রাকিবুল ও জামাল আকনের ছেলে আব্বাস চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পর্যটকের আতঙ্কে পরিণত হয়েছে। কিন্তু পুলিশ এবং এক কাউন্সিলরের রহস্যজনক ভূমিকায় মানুষসহ সৈকতপাড়ের দোকানিরা ক্ষুব্ধ। কারণ পর্যটকের জান-মালের নিরাপত্তা বিধানে এমন উদাসীনতায় সবাই হতবাক। মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, তিনি বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছেন। তবে ট্যুরিস্ট পুলিশের ভুমিকা খুবই রহস্যজনক বলে কুয়াকাটার মানুষের মন্তব্য।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.