দর্পণ ডেস্ক : বার্সেলােনা পিএসভি-কে ২-১ গােলে হারিয়েছে। উভয় দলই বিরতির আগে গোল করতে পারেনি। বিরতির পর ৬১ মিনিটে লিওনেল মেসি প্রথম গোলটি করেন। এবং ৭০ মিনিটে জেরার্ড পিকে দ্বিতীয় গোলটি করেন। তবে পিএসভির হয়ে ডি জং ৮৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন। খেলায় পিএসভির তিনজন ও বার্সেলােনার দুজন হলুদ কার্ড পান।

এর আগে ঘরের মাঠে বার্সেলোনা পিএসভি-কে ৪-০ গোলে হারিয়ে ছিল। নিজ মাঠেও ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসভি। ‌’বি’ গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সেলােনা তলানিতে পিএসভি।