দর্পণ ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ এল-সিসি বৈঠক করেছেন কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে। মঙ্গলবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুজনই কাতারের বিরুদ্ধে অবরোধ বহাল রাখার বিষয়ে একমত হয়েছেন। একই সঙ্গে কাতারকে কোনোরকমের ছাড় না দেয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর সৌদি আরব, মিসর, আরব আমিরাত ও বাহরাইন কাতারের ওপর অবরোধ আরোপ করে।

পার্সটুডের খবরে বলা হয়, মঙ্গলবারের বৈঠকে কাতারকে চাপে রাখতে এ অবরোধ অব্যাহাত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া মিসর ও সৌদি আরব ইরানের প্রভাব বিস্তারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও বলেছে।

গত বছর কাতারের সঙ্গে সৌদি অনুগত আরব দেশগুলো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তীব্র সংকটে পড়ে কাতার।

এ সময় ইরান ও তুরস্ক কাতারের পাশে এসে দাঁড়ায়। বিশেষ করে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে দেশ দুটি। যার ফলে বড় রকমের দুর্যোগ থেকে বেঁচে যায় কাতারের নাগরিকরা।