দর্পণ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে দুই হেভিওয়েট প্রার্থীসহ মোট ৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থাকায় জেলার ছয়টি আসনের প্রার্থীরা সকাল থেকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তন্ময় দাস এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। অনেকে সশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করলেও অনেকে মনোনীত ব্যক্তিকে দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে প্রতিটি আসনে বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি একাধিক প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলকৃতদের মধ্যে অন্যতম হলো নোয়াখালী-১ আসনে এইচ এম ইব্রাহিম (আওয়ামী লীগ), ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (বিএনপি), নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম (আওয়ামী লীগ), জয়নুল আবদনি ফারুক (বিএনপি), কাজী মফিজুর রহমান (বিএনপি), নোয়াখালী-৩ আসনে মামুনুর রশিদ কিরণ (আওয়ামী লীগ), বরকত উল্যা বুলু (বিএনপি), নোয়াখালী-৪ আসনে একরামুল করিম চৌধুরী (আওয়ামী লীগ), মোহাম্মদ শাহাজাহান (বিএনপি), নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদাউস (আওয়ামী লীগ), ফজুলল আজিম (বিএনপি)।