দর্পণ ডেস্ক : জাতীয় পার্টি বুধবার পর্যন্ত সারাদেশে মনোনীত ২২০ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নেই বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে মনোনয়ন চাওয়া হিরো আলমের নাম। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ফেসবুকে ভাইরাল হওয়া হিরো আলম।
গতকাল হিরো আলম জানায়, জাপা তাকে মনোনয়ন দেয়নি তাতে কী হয়েছে- তাকে আটকে রাখা যাবে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আকতারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর হিরো আলম বলেন, কোন দলের হয়ে নয়, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। মানুষ আমাকে ভালোবাসেন। তাদের ভালোবাসায় সেবা করতেই জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন চেয়েছি। মনোনয়ন পাইনি। তাতে আমি থেমে থাকবো না।
জাপা থেকে মনোনয়ন ফরম নেয়ার পর থেকেই অনলাইন-অফ লাইন দুই মাধ্যমেই আলোচনায় ছিলেন হিরো আলম। বাংলাদেশের গণমাধ্যমের শিরোনাম হন তিনি। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হন। ভারতীয় সংবাদ মাধ্যমও তাকে নিয়ে একাধিক প্রতিবেদন ছাপে। এর আগে ২০১৬ সালে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন।