দর্পণ ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন ‘মি টু’ ঝড় শুরু হওয়ার পর। দক্ষিণের একাধিক পরিচালক, অভিনেতার বিরুদ্ধে কখনও যৌন হেনস্থার অভিযোগ আবার কখনও সরাসরি ধর্ষণের অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
এবারও এক তামিল অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এই অভিনেত্রী। তিনি বলেন,’পাবলিক টয়লেট-এর মত ব্যবহার করা হয়েছে, যার ক্ষত এখনও বর্তমান,তাকে যখন তখন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা হত’।
‘বাহুবলী’ অভিনেতা রানা দাগগুবতির ভাই অভিরাম দাগগুবতির বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ করেন শ্রী। একাধিক তেলুগু অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধেও সরব হন শ্রী রেড্ডি।