দর্পণ ডেস্ক : প্রতিবারই খোলামেলাভাবে নিজেকে মেলে ধরে শিরোনামে উঠে আসেন পুনম পাণ্ডে। বলিউডে তাঁর সেরকম আনাগোনা না থাকলেও সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার অবাধ বিচরণ। অন্যেরা যা ভাবতে পারেন না, সেটাই করে দেখান ‘নাশা’ খ্যাত অভিনেত্রী।

ভারচুয়াল দুনিয়ায় কীভাবে উষ্ণতা ছড়াতে হয়, সে বিষয়ে তিনি ভালোই জানেন। আর তাইতো নিজের সম্পূর্ণ এক নগ্ন ভিডিও ধারণ করেন পুনম নিজেই এবং ভিডিওটি শেয়ার করার অগে একদিকের স্তন উন্মুক্ত করে একটি ছবির সাথে ‘গুড মর্নিং’ লিখা একটি পোস্ট দেন।

আর এতেই ওই পোস্টে হুমড়ি খেয়ে পড়েন তার ভক্তরা। ভালই বুঝতে পারছেন, তাঁর নগ্ন শরীরই এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। ফ্যানদের নিরাশ হতে দেবেন না কখনও, ভিডিওতে যেন এমনই দুষ্টু ইঙ্গিত দিচ্ছেন পুনম।

ধারণা করা হচ্ছে আলোচনায় আসতেই এমন কাজ করেছেন তিনি। কারণ সামনে তার একটি ছবি মুক্তি পেতে চলেছে।