কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আজ মঙ্গলবার (২৭নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে তিনি দলীয় মনোনয়ন নিয়ে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছলে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার দলীয় নেতা-কর্মী সেখানে তাকে ফুল দিয়ে বরন করে নেয়।
নেতা-কর্মীরা এবিএম মোশাররফ হোসেনকে নিয়ে পৌরশহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে আসেন।
এসময় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে এবিএম মোশারফ হোসেন বলেন, ’গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জেলে, দলের কান্ডারী তারেক রহমান নির্বাসনে। আর আমরা রাজপথে। আজ আমাদের নেতা-কর্মীদের আসতে পথে পথে পুলিশ বাঁধা দান করছে। এ পরিস্থিতি নিয়ে নির্বাচন করতে হচ্ছে। এসময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সুষ্ঠ নির্বাচন দিন। যে ফলাফল আসবে আমরা মেনে নেব।’