কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়নপত্র দাখিল করছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মহিব্বুর রহমান মহিব। আজ মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তানভির রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনায়নপত্র দাখিল করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর হোসেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলাবাগান থানা আওয়ামী লীেেগর সহ-সভাপতি এ্যাডভোকেট বিমল সমাদ্দার প্রমূখ।