দর্পণ ডেস্ক : স্মার্টকার্ডে ‘রোহিঙ্গা’ শব্দ লেখার দাবিতে দু’দিন ধরে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে প্রতীকী আন্দোলন করছেন রোহিঙ্গারা।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গত জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে এখন পর্যন্ত ২৩ হাজার রোহিঙ্গার নিবন্ধন করেছে সংস্থাটি। মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য এই নিবন্ধন প্রয়োজন। তবে, রোহিঙ্গারা এই নিবন্ধনে রাজি হচ্ছে না। তারা দাবি জানিয়েছে, নিবন্ধনের পর যে স্মার্টকার্ড দেওয়া হচ্ছে তাতে ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ থাকতে হবে। তা না হলে তারা এই কার্ড নেবে না। এই দাবিতে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গারা আন্দোলন করছে। গত দু’দিন থেকে প্রতীকী অনশন কর্মসূচিও পালন করছে। আন্দোলনরত রোহিঙ্গারা ইউএনএইচসিআরকে সব ধরনের সহযোগিতা করা থেকেও বিরত রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনকারী আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সমন্বয় গ্রুপের (আইএসসিজি) একটি সূত্র জানায়, রবি ও সোমবার উখিয়ার বালুখালী, টেকনাফের চাকমারকুলসহ বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গারা প্রতীকী অনশন করেছে। স্মার্টকার্ডে রোহিঙ্গা শব্দ লেখার দাবিতে তারা এই আন্দোলন করছে। ক্যাম্পের মধ্যে দোকান বন্ধ রেখে ইউএনএইচসিআরকে অসহযোগিতা করছে তারা। তবে এ বিষয়ে ইউএনএইচসিআরের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবিরের ইনচার্জ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, রোহিঙ্গাদের চার দফা দাবি সংবলিত একটি চিঠি তিনি পেয়েছেন। তিনি বলেন, প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করতে একটি চক্র চক্রান্ত চালাচ্ছে।