দর্পণ ডেস্ক : এক প্রতিবন্ধী আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বান্দরবানের আলীকদম উপজেলায় ঘটনাটি ঘটে। প্রাথমিক ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। তিনি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের লোক।
মেয়েটির বাবা নিমাপ্রু তঞ্চঙ্গ্যা জানান, তার মেয়ের নাম লাকাচিং তঞ্চঙ্গ্যা (২৭) ছোটবেলা থেকেই প্রতিবন্ধী। এ কারণে তাকে অন্য ভাইবোনের চেয়ে একটু বেশি যত্ন নেওয়া লাগত। গত রোববার সকালে সে ঘুরতে বের হয়। বাড়িতে দুপুরে খেতে না আসায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে তিনি এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে লাকাচিং।
বিষয়টি আলীকদম থানায় জানালে পুলিশ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আমতলী অসুথুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পাহাড়ের ঢালুতে একটি গাছে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
লাকাচিংয়ের লাশ গত রোববার রাতে জেলা সদর হাসপাতালে আনা হয়। গতকাল সকালে সেখানে ময়নাতদন্ত করা হয়েছে। জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার অজয় বড়ূয়া, চিংম্রাসং মার্মা ও মিনা আহমেদকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ডা. চিংম্রাসাং জানান, মৃতের গলায় হাতের আঙুলের ছাপ পাওয়া গেছে। গলায় দড়ির ছাপও আছে। চোখ, পা ও ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের আলামতও পাওয়া গেছে।