দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান দলীয় মনোনয়ন পাওয়ায় কলাপাড়া পৌর শহরে আনন্দ মিছিল হয়েছে।
রোববার দুপুরে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের শত শত নেতাকর্মী এ আনন্দ মিছিল করেছে । মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় নৌকা, শেখ হাসিনা এবং মহিব্বুর রহমান স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় সংক্ষিত বক্তব্য রাখেন কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বিপুল হাওলাদার, এমবি
কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া প্রমূখ। উল্লেখ্য, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালীর) আসনে দলের বিভিন্ন পর্যায়ের ৩১ জন নেতা-কর্মী এ আসন থেকে মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছেন। সকল জল্পনার অবসান শেষে রোববার মহিব্বুর রহমান মহিবকে দলীয় মনোনয়ন দেয়া হয়।