দর্পণ ডেস্ক : সিরি ‘আ’তে জুভির জার্সি গায়ে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন রোনালদো। গোল করেছেন ৯টি। আর তাতেই তুরিনের ওল্ড লেডিদের ৫০ বছর পুরনো একটি রেকর্ড স্পর্শ করে ফেলেছেন পর্তুগিজ এই সুপারস্টার।
জুভেন্তাসে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচে গোল পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। আর তাতেই তাকে নিয়ে রব উঠে গিয়েছিল চারদিকে।সিরি ‘আ’ মাতাচ্ছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। জুভেন্তাসের হয়ে গোলের পর গোল করে চলছেন তিনি।
গত পঞ্চাশ বছরে জুভির জার্সি গায়ে এত কম ম্যাচে খেলে ৯ গোল করার রেকর্ড নেই আরো কোন ফুটবলারের।
ইতালিয়ান এই জায়ান্টদের হয়ে সর্বশেষ এমন কীর্তি আছে পিয়েত্রো আনাস্তাসির। সেটিও ১৯৬৮-৬৯ মৌসুমের কথা। ওই মৌসুমে তুরিনের ক্লাবটিতে যোগ দিয়েই গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন আনাস্তাসি। লিগে নিজের প্রথম ১৩ ম্যাচে ৯ গোল করেছিলেন তিনি।