দর্পণ ডেস্ক : রণবীর সিং ও দীপিকা পাডুকোন বিয়ের রেশ যেন কাটছেই না। মুম্বাইয়ের রিসেপশনও থাকছে সেই ঘটা। সবাই এবার ‘দীপবীর’কে আরও একবার অনন্য সাজে দেখার অপেক্ষায়।

মুম্বাই রিসেপশনে ‘দীববীর’-এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ‘রিটার্ন গিফট’ দেওয়া হবে। এই ‘রিটার্ন গিফট’-এর ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সিলভার প্লেটেড ফটো ফ্রেমে ‘দীপবীর’-এর বিয়ের ছবি রয়েছে। তার পাশে দেখা যাচ্ছে বেশ কিছু বাক্স রাখা রয়েছে।

জানা যাচ্ছে, এই বলিউড দম্পতি আমন্ত্রিতদের হাতে তৈরি রূপার ফটোফ্রেম দেবেন। যদিও ফটোফ্রেমটি নাকি শুধুই একটা আবরণ। বিপরীত দিকে অতিথিদের জন্য বিশেষ নোট লেখা থাকবে।