দর্পণ ডেস্ক : তাইওয়ানের ভোটাররা গণভোটে সমকামী বিয়ে প্রত্যাখ্যান করেছে। এমন বিয়ের পক্ষে ২০১৭ সালের মার্চে দেশটির হাইকোর্ট রায় দিলেও গণভোটে ভোটাররা তা প্রত্যাখ্যান করেছে। এ রায়ে সমকামী বিয়ের পক্ষে যারা তাদের অনেককে প্রকাশ্যে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে।

অন্যদিকে স্থানীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর তাইওয়ানের ক্ষমতাসীন দলের নেতার পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

এর আগে সমকামী বিয়েকে বৈধতা দিয়ে দেশটির পার্লামেন্টকে দুই বছর সময় দিয়েছিলেন হাইকোর্ট। এ সময়ে বিয়ে সংক্রান্ত আইন সংশোধন বা নতুন একটি আইন করার নির্দেশ দিয়েছিল পার্লামেন্টকে। ফলে শনিবারের নির্বাচনের ফল কিভাবে পার্লামেন্টকে প্রভাবিত করতে পারে তা পরিষ্কার নয়।

তাইওয়ানের মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে, সাই ইং-ওয়েনের স্বাধীনতাপন্থি ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ১৩টি শহরের মধ্যে অর্ধেকের বেশিতে হেরেছে।

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ২০১৬ সালে ক্ষমতায় আসেন। তারপর থেকে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের অবনতি ঘটেই চলেছে। প্রেসিডেন্ট সাইয়ের সঙ্গে কোনো রকম চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছে চীন।

এর কারণ, ১৯৯২ সালে চীন ও তাইওয়ানের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল, সেই চুক্তিকে স্বীকার করেন না প্রেসিডেন্ট সাই। ওই চুক্তিতে তাইওয়ান ও চীনকে একক চীন বলে উল্লেখ করা হয়েছে। তাইওয়ান চীনের সঙ্গে থাকতে চায় না। অন্যদিকে সাইয়ের ডিপিপি হলো স্বাধীনতার পক্ষে।