দর্পণ ডেস্ক : বিএনপির কথামতো যেন প্রশাসনে রদবদল না হয়, সে দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে ৭০ কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানায় ঐক্যফ্রন্ট। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন ভবনে ১৪ দলের একটি প্রতিনিধি দল শুক্রবার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পাল্টা দাবি জানায়।
সাক্ষাৎ শেষে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা করছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তারা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আবার প্রতিদিন নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে মনগড়া ও বানোয়াট অভিযোগ করে সংশ্লিষ্টদের মনোবল ভেঙে দেয়ার অপচেষ্টা করছে যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে না পারে।
সাবেক এ শিল্পমন্ত্রী বলেন, প্রশাসনের রদবদল সম্পর্কিত বিএনপির দাবিটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সুনির্দিষ্ট অভিযোগছাড়া বিএনপির কথামতো যেন এ ধরনের রদবদল করা না হয়; আমরা সে দাবি রেখেছি।
প্রতিনিধি দলে আরো ছিলেন শেখ শহিদুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা নাদের চৌধুরী প্রমুখ