দর্পণ ডেস্ক : শুক্রবার বিকাল ৩টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রসুলপুরে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট উইং কমান্ডার আরিফ নিহত হয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, আকাশে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। যার অংশবিশেষ বনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় বিমান বাহিনীর এফ৭ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী উইং কমান্ডার আরিফ মারা গেছেন। এখন উদ্ধার কাজ চলছে।