দর্পণ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি বিমান থেকে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘রাঙা প্রভাত’ এয়ারক্রাফটের সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিমের সদস্যরা।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২২৮) ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে স্বর্ণের চালান আসার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের একটি দল আগেই বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
বিমানের যাত্রীরা নামার পর কাস্টমসের সদস্যরা বিমানের ভেতর প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় ৪৫-বি সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। কাউকে আটক করা হয়নি এ ঘটনায়।