দর্পণ ডেস্ক : ভারত অস্ট্রেলিয়ার হার দিয়ে সিরিজ শুরু করল। টি-২০ সিরিজ দিয়ে শুরু হওয়া সফরে মাত্র ৪ রানে হেরেছে ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটায় জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।
ম্যাচে শুরুতে ব্যাট করে ১৫৮ রান তোলে অস্ট্রেলিয়া। আর ভারত করেছে ১৬৯! তবুও হারতে হয়েছে বিরাট কোহলির দলকে। কারণ বৃষ্টি আইন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস চলার সময় বাগড়া দেয় বৃষ্টি। এ কারণে ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। নির্ধারিত ওই ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে দেড়শ’ ছাড়ানো রান তোলে অজিরা। আর ভারতের সামনে ১৭ ওভারে জয়ের জন্য দেয়া হয় ১৭৪ রানের লক্ষ্য।
অস্ট্রেলিয়ার হয়ে এ ম্যাচে ক্রিস লিন এবং ম্যাক্সওয়েল দারুণ ব্যাট করেন। লিন ২০ বলে চারটি ছক্কা এবং এক চারে ৩৭ রান করেন। আর ম্যাক্সওয়েল ২৪ বলে চারটি ওভার বাউন্ডারিতে করেন ৪৬ রান। এছাড়া মার্কোস স্টাইনিস শেষ দিকে ১৯ বলে ৩৩ রান করেন। ভারতের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন লেগ স্পিনার কুলদীপ যাদব।
এরপর ব্যাটিংয়ে নেমে শেখর ধাওয়ান দারুণ শুরু করেন। তিনি ৪২ বলে ১০ চার ও দুই ছয়ে করেন ৭৬ রান। এরপর ঋশভ পান্ত ও দিনেশ কার্তিকের ব্যাটে জয়ের লক্ষ্যেই যাচ্ছিল ভারত। কাজটা কঠিন ছিল তবে ৯ বলে ১৮ রান বাকি থাকতে ব্যক্তিগত ১৫ বলে ২০ রান করে ফিরে যান ঋশভ পান্ত। শেষ চার বলে ১১ রান থাকতে পর পর ক্রুনাল পান্ডে ও দিনেশ কার্তিক আউট হয়ে যান। দিনেশ কার্তিক করেন ১৩ বলে ৩০ রান। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা ও স্টাইনিস দুটি করে উইকেট নেন।