দর্পণ ডেস্ক : মাদকাসক্ত বাবাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন পুলিশ কনস্টেবল ছেলে। সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ গ্রেফতারের পর মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠায়।
গ্রেফতার রাশেদুল গাজী (৫০) শ্যামনগর উপজেলার ঘুমঘাট গ্রামের ময়েনউদ্দীন গাজীর ছেলে। রাশেদুল গাজীর ছেলে সাজ্জাত গাজী খুলনার রুপসা থানা পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্বরত।
শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, রাশেদুল গাজী বিভিন্ন ধরনের মাদকসেবন করেন। যা নিয়ে পরিবারিকভাবে অশান্তি বিরাজ করছে। পরিবারের সদস্যরা তাকে বাধা দিলেও কোনো কাজ হয়নি। অবশেষে তার ছেলে পুলিশ কনস্টেবল সাজ্জাত গাজী পুলিশের হাতে বাবাকে তুলে দেন। তাকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই রবিউল।