দর্পণ ডেস্ক : উইসকন্সিন এর এক কোম্পানি তার কর্মচারীদের ক্রিসমাস উপহার হিসেবে বন্দুক দেবার কথা চিন্তা করছেন৷ মূলত এই কোম্পানিটি বুলেটপ্রুফ খাবার পানির গ্লাস তৈরি করে৷ কোম্পানির মালিকই সিদ্ধান্ত নেন এই বছরের ক্রিসমাস গিফটে ১৬জন কর্মচারীকে অন্য ধরনের কিছু উপহার দেওয়া হবে যা তাঁরা ভাল কাজে ব্যবহার করতে পারবেন৷
এই ব্যবসাটি পিত এবং পুত্র দুজনে মিলেই চালান, বেন ওলফগ্রাম এই ব্যবসার কো-ওনার৷ ওলফগ্রাম জানান- ‘আমি ও আমার বাবা এই ব্যাপারে বিস্তর আলোচনা করি৷ এটা হল নিজের নিরাপত্তা৷ দ্বিতীয়ত আমরা ভাবি এটা আমাদের সংস্থার কর্মচারীদের কাছে একটা মজার ব্যাপার হবে৷ আমরা কোনও শুটিং রেঞ্জে যাবো৷ সেখানেই আমরা টিম বিল্ডিং এক্সারসাইজ করব৷’