দর্পণ ডেস্ক : শিশুদের জন্য বাজারে থাকা প্রায় সব স্মাট ওয়াচ হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, শিশুদের স্মার্ট ওয়াচগুলো তাদের ব্যবহৃত তথ্য সুরক্ষিত রাখতে পারে না। এসব গেজেট সহজেই নিয়ন্ত্রণে নিয়ে শিশুর চলাফেরা ও কথাবার্তায় নজরদারি চালাতে পারে হ্যাকাররা। সবচেয়ে ভয়ের কথা, অভিভাবকের পরিচয়ে হ্যাকাররা শিশুর কাছে ভুয়া কলও করতে পারে।
সন্তানের হাতে স্মার্ট ওয়াচ বেঁধে দিয়ে জিপিএস সেন্সরের মাধ্যমে স্মার্টফোন অ্যাপের সাহায্যে অভিভাবকরা তার সন্তানের অবস্থান জানতে পারেন।