সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বাবা মারা যাওয়ার আট দিন পার না হতেই ছেলের কাছে ভাত খেতে চাওয়ায় ষাটোর্ধ মা রাবেয়া বেগমকে মারধর করার অভিযোগ উঠেছে সৎ ছেলে মোঃ নুহুর বিরুদ্ধে।বর্তমানে আহত মা রাবেয়া বেগম পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পাতিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে এ নির্মম ঘটনা ঘটে।

আহত মা রাবেয়া বেগম (৬৫) পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা আতাহার উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।স্বামী মাওলানা আতাহার উদ্দিন ৮ নভেম্বর মারা যান।

আহত মা রাবেয়া বেগম বলেন, আমরা  স্বামী-স্ত্রী বড় ছেলে নুহুর ঘরেই থাকতাম।৮ নভেম্বর আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাকে খাবার দিতো না।বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে বৃহস্পতিবার রাতে নুহুর ঘরে ভাত খেতে চাওয়ায় নুহু বিছানা থেকে নামিয়ে মারধর করে, এতে আমার বাম হাত এবং বাম হাটুতে প্রচন্ড আঘাত পাই।

এ বিষয় ছেলে নুহু মিয়া বলেন, আমার বিরুদ্ধে ছোট ভাই ফাহিম ষড়যন্ত্র করছেন।আমি মাকে মারিনি, বিছানা থেকে হাত ধরে টেনে খাবার খেতে ডেকেছি মাত্র।

পাথরঘাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্লাহ বলেন, রাবেয়ার হাত ও হাটুতে আঘাত পাওয়া গেছে।