দর্পণ ডেস্ক : তুষার ঝড়ে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির পূর্ব উপকূলে ব্যাপক তুষারপাতের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। নিউইয়র্ক সিটি কমিউটরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)-র বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নিউইয়র্কের ৩ লক্ষাধিক বাসিন্দাকে রাতের বেলায় ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে তুষার ঝড় ও ব্যাপক তুষারপাতের কারণে।

তুষার ঝড় শুরু হওয়ার পর অনেক স্কুল শিক্ষার্থী তাদের স্কুলেই আটকে পড়ে এবং সেখানেই রাত কাটাতে বাধ্য হয় স্থানীয় সময় বৃহস্পতিবার।

সূত্র : এবিসি নিউজ