ক্যারিয়ারের শুরুর দিকে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আনুশকা শর্মা।অভিনয়ের ওই সময়টা থেকে এই দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।তবে তা বিয়েতে রূপ নেয়নি।
তবে এখন সময় বদলেছে।আনুশকা শর্মা এখন ‘বিরাটপত্নী’। সম্পর্ক ভাঙার পর রণবীর আর আনুশকা একসঙ্গে ছবি করেননি। তবে সাবেক প্রেমিককে বিয়ের শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরাটপত্নী।
সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর-দীপিকাকে বিয়ের শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
বলিউড তারকা আনুশকা শর্মা গত বছর ইতালিতে ধুমধাম করে বিয়ে করেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। এই ইতালিতেই তার সাবেক প্রেমিক রণবীর সিং বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোনকে।
সাম্প্রতি এক টুইটার বার্তায় আনুশকা দীপবীরকে বিয়ের শুভেচ্ছা জানান।
টুইটারে আনুশকা লিখেছেন, ‘তোমাদের দুজনকে জানাই সমগ্র বিশ্বের খুশি, আর এক সুন্দর সফরের শুভকামনা। আপনাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা আরও বৃদ্ধি পাক, এই কামনা করি।’
দীপবীর গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি পোস্ট করেন। তাদের বিয়ের ছবির নিচে ক্যাটরিনা কমেন্ট লিখেছেন, ‘দুজনকে অনেক অনেক শুভেচ্ছা।’
১৮ নভেম্বর দেশে ফিরবেন দীপবীর। ২১ নভেম্বর বেঙ্গালুরুতে তাদের প্রথম রিসেপশন অনুষ্ঠান হবে। আর মুম্বাইতে হবে ২৮ নভেম্বর। এরপর তারা হানিমুনের জন্য উড়ে যাবেন।