সিগনেচার ব্রিজে বেপরোয়া নাচ। ছবি: ইউটিউব
কিছু ‘তরুণী’কে জামাকাপড় খুলে উদ্দাম নাচানাচি করতে দেখা গিয়েছে, সিগনেচার ব্রিজের একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল।

৬৭৫ মিটার দীর্ঘ এই ঝুলন্ত সেতুকে ঘিরে রাজধানীর তরুণদের একাংশের মধ্যে দেখা দিয়েছে অদ্ভুত উন্মাদনা। বিশেষ করে সেলফি তোলার হিড়িকে বার বার ‘খবর হয়েছে’ এই সেতু। গত ৪ নভেম্বর উদ্বোধন হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে উঠে আসছে দিল্লির সিগনেচার ব্রিজ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে, সিগনেচার ব্রিজের একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল, যেখানে কিছু ‘তরুণী’কে জামাকাপড় খুলে উদ্দাম নাচানাচি করতে দেখা গিয়েছে। টুইটারে ব্যাপক মাত্রায় শেয়ার হয়েছে এই ভিডিও। এবেলা.ইন