বাড়িটি সাজানো রয়েছে খুবই সুন্দর ভাবে। বাড়িটির ভিতরে হোক বা বাইরে ছবি তুলতে কেউ ছাড়ছেন না। দেখে মনে হচ্ছে প্রতিটি মানুষই যেন মাকড়সা মানুষ হয়ে উঠেছেন।একেবারে উল্টো তারা। সিলিংয়ে হেঁটে বেড়াচ্ছেন। মেঝেতে উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন।
দেয়াল বেয়ে উঠে পড়ছে। কখনও বা ছাদ থেকে মেঝেতে উল্টো করে ঝুলে নেমেও পড়ছে। ঠিক যেন স্পাইডারম্যান। স্ট্যান লির অনবদ্য সৃষ্টি। ব্রিটনের বোর্নমাউথ শহরে এমনটাই দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন কেউ কেউ।
ব্রিটেনের এই শহরে আসলে এই বাড়িটি বানানোই হয়েছে উল্টো করে। প্রায় নয় মাসের চেষ্টায় এমন একটা বাড়ি তৈরি করা হয়েছে, যার নকশা বিপরীত। অর্থাৎ, সিলিংয়ের, ছাদের নকশাটা নিচে, আর মেঝে উপরে।
ওরকমভাবেই খাট, আসবাবপত্রও সাজানো হয়েছে উল্টো করে। এ রকম বাড়িতে ছবি তুলে পোস্ট করার পর অনেকেই তাই ঘাবড়ে গিয়েছেন, ভেবেছেন স্পাইডার ম্যান এলো কোথা থেকে।
জানা গেছে, ২০১৯ সালে জুন মাস পর্যন্ত সর্বসাধারণের জন্য চালু থাকবে এটি। এর পরে বাড়িটি নিলাম হতে পারে।
বাড়িটিতে কিন্তু অফিস রুম, বেডরুম, বাথরুম সবই রয়েছে। একে বলা হচ্ছে টপসি টার্ভি ইনস্টলেশন।
লিথুয়ানিয়াতেও রয়েছে এমনই একটি বাড়ি। সেই দেখেই এমনটা ভাবনা।
এই বাড়িতে একবার প্রবেশের মূল্য ৩৭৫ টাকা, জানান বাড়ি নির্মাণকারী সংস্থার সিইও টম ডিরসে।