দর্পণ ডেস্ক : এবার শীর্ষস্থান হারালেন সেলেনা গোমেজ। দুই বছর ধরে শীর্ষস্থান দখল করে ছিলেন তিনি। আর ধরে রাখতে পারলেন। এবার হেরে গেলেন। ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে হার মানতেই হলো তাকে।

দুই বছর ধরে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে আলোচনায় ছিলেন সেলেনা। তার নাম এবার কাটা গেলো। সেখানে উঠে এলো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। ২৯ অক্টোবর পর্যন্ত ফলোয়ারের হিসাবে শীর্ষেই ছিলেন সেলেনা। এদিন এক হিসাবে দেখা যায়, রোনালদোর অনুসারীর সংখ্যা হয়েছে ১৪ কোটি ৪৩ লাখ ২০ হাজার ৪৭৬। অন্যদিকে সেলেনার অনুসারীর সংখ্যা ১৪ কোটি ৪৩ লাখ ১২ হাজার ৭৪৫।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ দুই তারকার অনুসারীর সংখ্যায় খুব বেশি ফারাক নেই। অনেকেই বলছেন, ২৩ সেপ্টেম্বরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একপ্রকার স্বেচ্ছায় নির্বাসনে রয়েছে পপগায়িকা সেলেনা। নতুন পোস্ট না থাকায় তার অনুসারীর সংখ্যা বাড়েনি বলে ধারণা করা হচ্ছে। আর এ সুযোগেই শীর্ষে উঠে এলেন রোনালদো।