বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল রঙে ঝলমল করছে বাড়িগুলো। ছাদ, সেতুর রেলিং ও বাড়ির দেয়ালেও রঙের বাহার। এমন একটি গ্রাম যেখানে রংধনুর সব রং ভিড় করেছে বসতিজুড়ে। নজর কাড়া এই গ্রামের নাম দেওয়া হয়েছে রংধনু বা রেইনবো ভিলেজ।
সব কিছুতেই আমরা যেমন একটু রঙের ছোঁয়া খুঁজতে থাকি। সেই চিন্তা থেকেই যদি একটি পুরো গ্রাম রঙিন হয়ে যায়, কেমন লাগবে!
মূলত পর্যটকদের আকৃষ্ট করতে সাদাকালো গ্রামকে রঙিন করা হয়েছে। ইন্দোনেশিয়ার এই গ্রামটির আসল নাম কামপুং পেলাঙ্গি।
বাংলাদেশি টাকায় প্রায় ১৯ লাখ টাকা খরচ করে গ্রামটির পুরো বদলে ফেলা হয়েছে। এতে পর্যটকদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই সামাজিক যোগাযোগের মাধ্যমেও আলোচনার ঝড় উঠেছে।
এই রূপান্তরের পেছনে আছেন এক ব্যক্তি, যার নাম উইদোদো (৫৪)। বর্তমানে গ্রামটিতে উজ্জ্বল রং করা প্রায় ২৩২টি বাড়ি আছে। প্রত্যেকটি বাড়িতেই ন্যূনতম তিনটি রং আছে।
জানা গেছে, পর্যটন চাঙা হওয়ায় গ্রামটিতে ব্যাপক ব্যবসা-বাণিজ্য হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ গ্রামের ছবি ভাইরাল হয়েছে। ছবি ভাইরাল হওয়ার পর থেকে গ্রামটিতে অনেক পর্যটক আসতে শুরু করেছে।