দর্পণ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরের পানিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রূপপুর পীরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছে- পৌর এলাকার রূপপুর পুরানপাড়া গ্রামের মনো আকন্দের ছেলে মিথুন আকন্দ (৬) ও দ্বারিয়াপুর গ্রামের হানিফের ছেলে ইমরান (৮)।

শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, গোসল করতে নামে মিথুন ও ইমরান। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। সন্ধায় পীরের পুকুরে ওই দুই শিশুর ভাসমান মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।