দর্পণ ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় শারমিন আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া নতুন চরপাড়া এলাকার আবু তাহেরের মেয়ে ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
শারমিনের পরিবার জানায়, শনিবার দুপুর ২টার দিকে শারমিন কলেজ থেকে বাড়ি আসে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। বিকেলে মা জাহানারা বেগম বাড়িতে এসে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। মেয়ের গলা বেয়ে রক্তের স্রোত বইতে দেখে অজ্ঞান হয়ে যান মা জাহানারা বেগম।
পরে নিহত কলেজছাত্রীর মা জাহানারা বেগম বলেন, বাড়িতে কেউ না থাকায় শারমিনের কথিত প্রেমিক বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। তবে শারমিনের কথিত প্রেমিকের নাম জানাতে পারেননি তিনি।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। তদন্তের পর এ হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।