দর্পণ ডেস্ক : আদিবাসী নারীদের আয়োজনে ফাদার কালো মেনাপেচ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জে।

এমিলিয়া কিন্ডুর সভাপতিত্বে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. পারুল বেগম গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, ভাদুরিয়া বিট কর্মকর্তা নবীন কুমার ধরো।

মাদকমুক্ত সমাজ গড়তে ও নারীদের কর্মক্ষেত্রে উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়কে সামনে নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন খিদিরপুর মিশন এলাকার শিক্ষিত নারীরা।