দর্পণ ডেস্ক : ১৫১ রানে সিলেট টেস্ট হারলো বাংলাদেশ। তাও চতুর্থ দিনের চা বিরতির আগে। ওয়ানডে সিরিজে যে ব্যাটিং দিয়েছিল হোয়াইটওয়াশের হাসি। টেস্টে সেই হাসি সরে গিয়ে বেরিয়ে এলো উপহাসের কঙ্কাল! টাইগাররা ৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গেছে মাত্র ১৬৯ রানে। যদিও টেস্টের চতুর্থ ইনিংসে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের নজির একটিও ছিল না বাংলাদেশের। এবার সুযাগ ছিল দুই দিন ও ১০ উইকেট হাতে নিয়ে তা করে দেখানোর। কঠিন হলেও অসম্ভব ছিল না। তাইতো ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক এমন ব্যাটিং লজ্জার ভার নিতে পারলেন না।

কিন্তু সিলেটের দর্শকদের প্রাণে ছিল সবুজের ঢেউ। অভিষেক টেস্ট হচ্ছে সিলেটে সেই উন্মাদনা ছিল তাদের মধ্যে। কিন্তু অভিষেক টেস্টে হার দেখলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ বড় ব্যবধানে।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে তারা করতে পারে ১৬৯ রান। এ নিয়ে টেস্টের সর্বশেষ আট ইনিংসে ২০০ রান করতে পারেনি বাংলাদেশ। টেস্টের চিরচেনা সেই ব্যাটিং ব্যর্থতার কারণে ঘরের মাঠে নিজেদের তৈরি করা স্পিন ফাঁদে পা দিয়ে আটকে গেলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজে সাকিব-তামিমের অভাব দেখা না দিলেও টেস্ট এসে অভিজ্ঞতায় টান পড়লো।

জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৮২ রানের ভালো সংগ্রহ পায়। ওই ইনিংসে শেন উইলিয়ামস করেন ৮৮ রান। পিটার মুরের ৬৩ এবং অধিনায়ক মাসাকাদজার ৫২ রানে ভালো সংগ্রহ পায় সফরকারীরা। বাংলাদেশের প্রথম ইনিংস ১৪৩ রানে থাকলে ১৩৯ রানের লিড পায় তারা। এরপর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে করে ১৮১ রান। দুই ইনিংস মিলিয়ে লিড পায় ৩২১ রানের। ওই রান তুলতে বাংলাদেশের হাতে ছিল দুই দিন। কিন্তু বাংলাদেশ চতুর্থ দিনের দুটি সেশনই পার করতে পারলো না। মাঠ ছাড়লো ১৫১ রানে হেরে।