মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ছাত্রদের ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার এমআইইউ বিজনেস ক্লাব (স্থায়ী ক্যাম্পাস)-এর উদ্যোগে আশুলিয়ার কুমকুমারি এলাকায় অবস্থিত ইউনিহাউস গ্রুপের ফ্যাক্টরি পরিদর্শনের মধ্য দিয়ে এ ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়। এতে ক্লাবের মডারেটর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: কামরুজ্জামান ও সহকারী অধ্যাপক আশিকুন্নবী নেতৃত্ব দেন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এমআইইউ বিজনেস ক্লাব (স্থায়ী ক্যাম্পাস) সভাপতি মো: নাজমুচ্ছাকিব ও সেক্রেটারি ডিএম শিপলু। ইউনিহাউস গ্রুপের পক্ষে এর ম্যানেজার মো: আরিফুল ইসলাম (শাহীন) ফ্যাক্টরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত দিয়ে ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করেন।

প্রসঙ্গত কোর্সের অংশ হিসেবেই সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে প্রতি সেমিস্টারে এ ধরনের ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।