দর্পণ ডেস্ক : ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা ইমরুল কায়েস জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ। দলকে ভরসা দিতে পারেননি লিটন দাস। নাজমুল শান্ত-মাহমুদুল্লাহরা এসেই ফিরে যান। মুমিনুলও আশা দিতে পারেননি। সেট হয়ে ফিরে যান মুশফিকুর রহিম। দ্বিতীয় দিন শেষে ১৪০ রানের বড় লিড পেয়েছে সফরকারীরা। তাদের হাতে এখনও ১০ উইকেট।
জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হওয়ার পর ব্যাটে নেমে ২ রান তোলে বাংলাদেশ। এরপর মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। বিরতির পরই দলের ৮ রানের মাথায় ব্যক্তিগত ৫ রানে ছাতারার বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল কায়েস। তার আউটের পরে নিজের ৯ রানে ও দলের ১৪ রানে ফেরেন লিটন দাস। এরপর দলের ১৯ রানের মাথায় ফেরেন নাজমুল হোসেন ও মাহমুদুল্লাহ। নাজমুল হোসেন করেন ৫ রান। অধিনায়ক মাহমুদুল্লাহ কোন রান করতে পারেননি।
এরপর মুমিনুল ও মুশফিক গড়েন ৩০ রানের জুটি। দলের ৪৯ রানের মাথায় ফেরেন মুমিনুল হক।মুশফিক নিজের ৩১ রানের মাথায় দলের ৭৮ রানে ফিরে যান। ছয় উইকেট হারিয়ে কাঁপছে তখন দল। সেখান থেকে ফলোঅন পার করান আরিফুল হক ও মেহেদি মিরাজ। কিন্তু তারা দলের রান খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি।
আরিফুল ইসলাম দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন। মিরাজ-তাইজুলরা পরে আর তাকে সঙ্গ দিতে না পারায় ১৪৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ২৮২ করা জিম্বাবুয়ে লিড পায় ১৩৯ রান। এরপর ব্যাটে নেমে ১ রান যোগ করে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। সফরকারীরা ১৪০ রানের বড় লিডের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় দিনের প্রথম সেশনে তাদেরকে ২৮২ রানের মধ্যে অলআউট করার কৃতিত্ব বাংলাদেশ বোলারদের। দলের হয়ে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে নেন ৬ উইকেট।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১৪০ রানে এগিয়ে
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ১/০; মাসাকাদজা-১ (অপ.); ব্রেইন চেরি-০ (অপ.)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪৩/১০; লিটন দাস-৯; ইমরুল কায়েস-৫, মুমিনুল হক-১১, নাজমুল হোসেন-৫; মাহমুদুল্লাহ-০, মুশফিকুর রহিম-৩১; আরিফুল হক-৪১ (অপ.); মেহেদি মিরাজ-২১, তাইজুল-৮, নাজমুল ইসলাম-৪, আবু জায়েদ-০।
কাইল জারভিস-২৮/২; ছাতারা-১৯/৩; সিকান্দার রাজা-৩৫/৩; উইলিয়ামস-৫/১।
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ২৮২/১০, মাসাকাদজা-৫২; শেন উইলিয়ামস-৮৮; সিকান্দার রাজা-১৯; পিটার মুর-৬৩, রেগিস চাকাভা-২৮।
তাইজুল ইসলাম-১০৮/৬; নাজমুল ইসলাম-৪৯/২; মাহমুদুল্লাহ-৩/১; আবু জায়েদ-৬৮/১।