দর্পণ ডেস্ক : রেকর্ড ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দল সবশেষ ১৮ ওয়ানডের হেরেছিল ১৬টি! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে অপেক্ষায় ছিল হতাশা পেছনে ফেলার। পার্থে উল্টো বিপর্যয় বেড়েছে আরো। ডেল স্টেইন, আন্দিলে ফেলিকেয়ো, লুঙ্গি নেগিদার আগুনে পেসে গতকাল প্রথম ওয়ানডেতে গুটিয়ে যায় মাত্র ১৫২ রানে।
পার্থের বাউন্সি উইকেটে ৪ পেসার নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। গতির ঝড় তুলে নিজের দ্বিতীয় ওভারে ডেল স্টেইন নেন ২ উইকেট। ট্রাভিস হেড ১ ও ডার্কি শর্ট ফেরেন ০ রানে। অধিনায়ক অ্যারন ফিঞ্চও ৫ রানে এলবিডব্লিউ লুঙ্গি নেগিদার বলে। রিভিউ নিলে অবশ্য বেঁচে যেতেন তিনি। ৮ রানে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৬৬ রানে পরিণত ৬ উইকেটে। তবে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ৭১ বলে ৩৩ আর শেষ দিকে নাথান কোল্টার নাইলের ৩১ বলে ৩৪-এ স্বাগতিকরা ৩৮.১ ওভারে অলআউট ১৫২ রানে।
অল্প রানের পুঁজি নিয়ে জিততে হলে শুরুতে দ্রুত উইকেট নিতে হতো অস্ট্রেলিয়ার। উল্টো দুই ওপেনার কুইন্টন ডি কক ও রেজা হেন্ডরিকস ৯৪ রানের জুটি গড়ে শেষ করে দেন ম্যাচের উত্তেজনা। ডি কক ৪০ বলে ৪৭ ও হেন্ডরিকস ফেরেন ৭৪ বলে ৪৪ করে। মার্কাস স্টোইনিস ৩ উইকেট নিলেও ২৯.২ ওভারে সহজে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা মেনে নিলেন টিম পেইনের কাছ থেকে অস্ট্রেলিয়ার ওয়ানডে নেতৃত্ব পাওয়া অ্যারন ফিঞ্চ, ‘ভীষণ হতাশ। নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছে ছিলাম না। অ্যাডিলেডের পরের ওয়ানডের আগে ভুলগুলো কাটিয়ে উঠতে হবে।’
চোট কাটিয়ে ফিরে ডেল স্টেইন আগুনে গতিতে দাঁড়াতে দেননি অস্ট্রেলিয়াকে। তাকে প্রশংসায় ভাসালেন ফাফ ডু প্লেসিস, ‘এভাবে আমাদের বোলিংয়ের এক্স ফ্যাক্টর স্টেইনের ফিরে আসাটা দুর্দান্ত। অন্য পেসাররাও ভালো করেছে। পার্থের এমন দাপুটে জয় সন্তুষ্টির।’
দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে গত ২১ বছরে সর্বনিম্ন স্কোর এটা। ১৯৯৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল ১২৫-এ। আন্দিলে ফেলিকেয়ো ৩৩ রানে ৩টি, ম্যাচসেরা ডেল স্টেইন ১৮ রানে ২ ও লুঙ্গি নেগিদা ২৬ রানে নেন ২ উইকেট। এএফপি