দর্পণ ডেস্ক : প্রথমবারের মতো সৌদি আরবে নারীদের জন্যে চালো হতে যাচ্ছে থিম পার্ক। এই থিম পার্কটি বানাবে আলহোকাইর নামে একটি বিনোদন কোম্পানি। সৌদি আরব ও আমিরাতে ৯১টি বিনোদন কেন্দ্র ও ৩৫টি হোটেল এই বিনোদন কোম্পানি পরিচালনা করে আসছে।
পুরো পার্কটি পরিচালনা করবেন নারীরা। থিমপার্কে বরফের জঙ্গল, স্কি খেলা, বরফের বল নিক্ষেপ, ক্যাম্পিংএর সুযোগ রয়েছে।
সৌদিতে এ থিমপার্কটি পারিবারিক বিনোদনের এক দারুণ সুযোগ এনে দিয়েছে। নিরাপত্তা ও সর্বোত্তম মানের দিকটিও নিশ্চিত করা হয়েছে এমনটাই জানালেন কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার মিশাল আল হোকাইর।