দর্পণ ডেস্ক : গেলো শুক্রবার বলিউড বাদশা কিং খান শাহরুখ পালন করলেন তার ৫৩তম জন্মদিন। জন্মদিন ও দিওয়ালি উপলক্ষে আগেভাগেই সেজে উঠেছিল কিং খানের মন্নত এপার্টমেন্ট টি । সবমিলিয়ে বেশ ভালই সময় কাটছিল তাঁর।
কিন্তু এমন শুভ মুহূর্তেও তাঁর বাড়ির সামনে ঘটে যায় দুর্ঘটনা। শাহরুখ-ভক্ত মহম্মদ সেলিম নামের এক যুবক নিজের হাতের শিরা কেটে ফেলেন নিজের হাতের শিরা কেটে ফেলেন। প্রিয় অভিনেতার দেখা না মেলাতেই এমন চরম সিদ্ধান্ত নেন ওই ভক্ত। সৌভাগ্যবশত, প্রাণে বেঁচে যান তিনি। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
বলিউডের এই বাদশা খুব শিগ্রই বড়োদিনে তার ভক্তদের উপহার দিতে চলেছেন নতুন ছবি ‘zero’ । তার ৫৩তম জন্মদিনেই মুক্তি পেয়েছে নতুন ছবির ট্রেলারটি।