রোববার চীনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক লাইনে দাঁড়িয়ে থাকা ৩১ টি গাড়ির মধ্যে গিয়ে পড়ায় ১৫ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার রাতে ভারি ওই ট্রাকটি একটি ঢালু মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বেপরোয়া গতিতে নামতে শুরু করে। একসময় ট্রাকটি টোল বুথের সামনে দাঁড়ানো গাড়ির লাইনে ধাক্কা মারে।
আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানায় কর্তৃপক্ষ।
গাড়ির চালক লি ফেংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়া। লি ওই রাস্তায় প্রথমবারের মতো গাড়ি নিয়ে যাচ্ছিল।
কর্তৃপক্ষ সিসিটিভিতে দুর্ঘটনার যে ফুটেজ প্রচার করেছে তাতে দেখা যায়, দুর্ঘটনায় পড়া গাড়িগুলো একটির সঙ্গে আরেকটি লেগে দুমড়ে মুচড়ে গেছে।
গত সপ্তাহে যাত্রী ও চালকের মধ্যে মারামারিতে একটি বাস ব্রিজ থেকে নদীতে পড়ে গেলে ১৫ জন নিহত হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.