কওমি আলেমদের ‘শোকরানা মাহফিল’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এই মাহফিল শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় এই অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে।

স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সংসদে আইন পাস করায় এই মাহফিলের আয়োজন করেছে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।
১০ লক্ষাধিক মাদ্রাসার ছাত্র-শিক্ষক মাহফিলে সারা দেশ থেকে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

একটি সূত্র জানিয়েছে, শোকরানা মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হাইআতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের শিক্ষক-ছাত্র ছাড়াও আলেমরা এ মাহফিলে যোগ দেবেন। মঞ্চে হাইআতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের নেতারা উপস্থিত থাকবেন।