শনিবার রাশিয়া নির্মিত একটি মিগ-২৯ যুদ্ধবিমান মিসরে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ।
মিসরের সেনাবাহিনী যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, নিয়ন্ত্রণ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির চালক নিরাপদ রয়েছেন।
মিডল ইস্ট মনিটেরর সূত্রে জানা যায়, রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন এই বিমানটির নির্মাতা। এই কোম্পানিটি সামরিক ও বেসামরিক বিমান নির্মাণ কোম্পানিগুলোকে সমন্বয় করে। প্রশিক্ষণে মিগ-২৯ বিধ্বস্তের বিষয়ে কোম্পানিটির তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।